নিজস্ব প্রতিবেদক: চার মাস চিকিৎসা শেষে ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
শুক্রবার বেগম জিয়ার দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে বেগম জিয়ার দুই বৌমা তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সাথে আসার কথা রয়েছে।
শারীরিক নানা জটিলতা নিয়ে এ বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসা নিতে লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম জিয়ার স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষা চলে। লন্ডন ক্লিনিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত বোর্ডের নির্দেশনায় শুরু হয় চিকিৎসাব্যবস্থা। টানা ১৬দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র পেয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে পরবর্তী চিকিৎসা নেন খালেদা জিয়া।
চার মাস প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবারের অন্য সদস্যদের নিবিড় সহচার্যে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন বিএনপি চেয়ারপার্সন। চিকিৎসকদের পরামর্শে এ সপ্তাহেই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
শুরুতে কাতারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার কথা হলেও বিমান প্রাপ্তিতে সময় লাগায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
এদিকে, প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে এরইমধ্যে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ