বৃহত্তর নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠিত সংগঠন “সংযোগ-নোফেল” এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিলে অবস্থিত সংযোগ-নোফেল-এর অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংযোগ-নোফেল-এর অ্যাডমিন নাসির উদ্দিন মাশুক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শেখ নিজাম উদ্দিন মাসুদ ও মঞ্জুরুল আলম টিপু।
সভায় আলোচনায় অংশ নেন:
মোহাম্মদ হুমায়ুন কবির রুমি, মোঃ নুরুল করিম মুকুল, মোঃ নুরুল আলম (দুইজন), একরামুল হক, মসিহ উদ্দিন রইচ মুক্তা, এস এম জাবেদ হায়দার মজুমদার জীবন, মোঃ মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন সুমন, মোঃ তমিজ উদ্দিন, কাজী মাইন উদ্দিন বাবু এবং আরও অনেক সদস্য।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবে প্রাথমিকভাবে নিচের কয়েকটি আংশিক কমিটি গঠন করা হয়:
১. গঠনতন্ত্র প্রস্তুত, প্রণয়ন ও নিবন্ধন কমিটি
২. সদস্য সংগ্রহ ফরম এবং ওয়েবসাইট তৈরি ও বাস্তবায়ন কমিটি
৩. সদস্যদের জন্য হ্রাসকৃত মূল্যে পণ্য ও সেবা প্রাপ্তির লক্ষ্যে সদস্যকার্ড প্রস্তুত কমিটি
৪. গভীর ও অগভীর নলকূপ স্থাপন কার্যক্রম বাস্তবায়ন কমিটি
৫. যাকাত ফান্ডের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ কার্যক্রম বাস্তবায়ন কমিটি
৬. উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশগামী শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি বিষয়ে পরামর্শ ও সহযোগিতা কমিটি
৭. ম্যারেজ মিডিয়া সেল গঠন ও বাস্তবায়ন কমিটি
এই কমিটিগুলোর মাধ্যমে সংগঠনের কাঠামোগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।
মন্তব্য করুন