আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এবং দাউদকান্দিতে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক অভিযানে দু'ই বখাটেকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করার পর আসামি আল-আমিনকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ধৃত আসামি আল-আমিন দাউদকান্দির পশ্চিম চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।
এদিকে তিতাসের কালাইগোবিন্দপুর চকেরবাড়ীর তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করেছে তিতাস থানা পুলিশ। এসময় তিতাস উপজেলা ছাত্র-জনতার অন্যতম যোদ্ধা আবু সায়েদসহ অন্যরা উপস্থিত ছিলো।
দাউদকান্দি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ভিকটিমের পরিবার আমাদের সহযোগিতা চাইলে আমি নিজেসহ একটি চৌকস টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আল-আমিন (২০)কে গ্রেফতার করে নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ