আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
‘অনুপম প্রজন্য গড়ার প্রত্যয়ে’ ঢাকাস্থ তিতাস উপজেলার এক ঝাঁক স্বপ্নচারী মানুষের সমন্বয়ে তিতাস ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে নৈতিকতা ভিত্তিক শিক্ষা-সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার বিকাশ: তিতাস উপজেলায় সংকট ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও অর্থসহ কুরআন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তিতাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আয়োজিত সভার সভাপতি মো. বিল্লাল হোসেন।
তিতাস ফাউন্ডেশন এর মহাসচিব মো. রাসেল আমিন এর সঞ্চালনায় সংগঠনটির উদ্দেশ্যে ও আগামীর কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় গুলো তুলে ধরে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ভাইস চেয়ারম্যান আমির, হোসেন, ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল, আওলাদ হোসেন, যুগ্ম মহাসচিব জাকারিয়া শরীফ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ সরকার, ইঞ্জি. মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহসীন মিয়া, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফ অভীক, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আফতাজুর রহমান প্রমুখ।
এসময়ে তিতাস উপজেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে অবস্থানরত নাগরিকরা এই ফাউন্ডেশনের চালিকাশক্তি এবং সংস্থাটির সেবামূলক কার্যক্রম উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিস্তৃত হবে জানিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দরা বলেন, নৈতিকতাভিত্তিক শিক্ষা-সংস্কৃতির বিকাশ, সমাজ উন্নয়ন ও জনকল্যাণ সাধন এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিতাস উপজেলার সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান, নিয়মিত প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার কাজে সহযোগিতা করা। এছাড়াও তিতাস উপজেলায় স্বাক্ষরতার হার বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষায় গাইডলাইন ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ে সহযোগিতা করা এই ফাউন্ডেশনের অন্যতম কর্মসূচি। সর্বোপরি, তিতাস উপজেলায় সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ ও সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে একটি মানবিক সমাজ বিনির্মাণ করাই সেচ্ছাসেবী সংগঠন এ তিতাস ফাউন্ডেশনের স্বপ্ন।
পরে উপজেলার সাধারন মানুষের জীবন মানোন্নয়নের ও সংগঠনটির এই মহান উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন আমন্ত্রিত উপস্থিত অতিথিবৃন্দ।
সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সমাজ পরিবর্তনের গাইডলাইন অর্থসহ আল-কুরআন বিতরণের মাধ্যমে তিতাস ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সংগঠনটির আত্মপ্রকাশ করে।
এতে তিতাস উপজেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগনরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন