মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
দেশীয় পন্যের চাহিদা মিটানোর পাশাপাশি প্রবাসে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান, ব্যবসায়ীক সুনাম ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার ১ নং ছানাইয়ার ২নং গলিতে পদযাত্রা করেছে শতভাগ বাংলাদেশী মালিকানাধীন "ভিশন এন্ড মোর হাইপারমার্কেট এলএলসি"। এর মাধ্যমে দেশে উৎপাদিত চাল, ডাল, তরিতরকারি, মাছ থেকে শুরু করে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেশীয় পোশাক, ইলেকট্রনিকস, কসমেটিকস, গৃহস্থালী ও নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ও ভোগ্য পণ্যসামগ্রী সেবা দিবে প্রতিষ্ঠানটি।
সোমবার (১ এপ্রিল২০২৪) বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের তিন উদ্যোক্তা বন্ধু ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, আল নাহাদা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী আবুল হাশেম ও ব্যবসায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, সহ সভাপতি শওকত আকবর, সহ সভাপতি জামশেদুল আলম, অন্যান্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ আজিম উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস, ব্যবসায়ী মনসুর আলম ও রিয়াদ বিন রাজু সহ বিপুল সংখ্যক প্রবাসী ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রধান অতিথি দেশীয় প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে দেশীয় পন্য কেনাকাটা করার আহবান জানান। এছাড়াও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসী ব্যবসায়ীদের বিদেশের পাশাপাশি দেশেও বিনিয়োগ করার আহবান জানান।
এসময় প্রতিষ্ঠানের তিন মালিক সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসা চালু করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশীয় প্রবাসীদের এ প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করার আহবান জানান।
উল্লেখ্য যে, উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যসামগ্রীতে বিশেষ ছাড় ও বিশেষ অফারের নিশ্চয়তাসহ ক্রেতা সাধারণের জন্য যানবাহন ও হোম ডেলিভারিরও ব্যবস্হা রাখা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ