সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা):
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রীজের নীচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা । পরে তাকে উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, শিশুটিকে ওই ব্রীজের নীচে কান্না করতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেন নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে সেবাযত্নের জন্য অভিরামপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র সাহারল কবিরাজের কাছে দেয়া হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ