জেলা প্রতিবেদক, নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে তুচ্ছ ঘটনার জেরে মো. আবদুল্লাহ (৫২) নামের এক পল্লিচিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল্লাহ দিঘলিয়াকান্দি গ্রামের প্রয়াত মো. আবদুস সামাদের ছেলে। তিনি বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় ৩০ বছর ধরে স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাড়ির পাশের খেলার মাঠে ব্যাডমিন্টন খেলা দেখতে যান আবদুল্লাহর ছোট ছেলে সজীব। তুচ্ছ বিষয়ে এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের সঙ্গে সজীবের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার ও তাঁর দলবল সজীবকে মারধর করে। বাড়িতে ফিরে সজীব ঘটনা জানালে বাবা ও তিন ভাই মিলে ঘটনাস্থলে গিয়ে ‘কেন মারধর করা হয়েছে’ জানতে চান। এ সময় আনোয়ারসহ অন্তত ১৫ জন উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে ওই চারজনকে আহত করেন।
পরিবারটির কয়েকজন সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আবদুল্লাহকে মৃত্যু ঘোষণা করেন।
মন্তব্য করুন