রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন ও আহত ৩। নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫)আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারাযান কবির হোসান।
নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন,বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির,মনিরুল, বাবু,নজরুল, জিয়ারুল,শানু,পিয়ারুল এরা ৬/৭ ভাই বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং এই দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ পরে পুলিশ ফাঁড়ি এবং শেষমেষ আদালতের শরণাপন্ন হই আমরা, আদালত যার দখল তার মাটি মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেন এর পক্ষে। গতকাল ১ নভেম্বর কবির হোসেন ও তার ছেলে নূরনবী দোকান মেরামতের কাজ করতে গেলে রহমান হাজির ছেলেরা সহ সানি,মুরশালিন,রাইহান,শিমুল বদিউজ্জামান সহ হামলা চালায় এবং করিব হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হলে আজ শনিবার সকাল ৮,৩০ মিনিটে তিনি মারাজান। এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন বাদীপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ