নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক শুরু হবে বিকেল ৫টায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকের আনুষ্ঠানিক সূচি ঠিক থাকলেও কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে—তা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত রবিবার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে আলাদা বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকগুলোতে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হলেও সমঝোতার কোনো অগ্রগতি হয়নি। দলগুলো নিজেদের পূর্বের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।
প্রধান উপদেষ্টা এ বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন এড়িয়ে অন্য সমাধান খোঁজা জাতির জন্য গভীর বিপজ্জনক।”
সব চোখ এখন আজকের বৈঠকে, যেখানে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মেলে কিনা, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ