গাইবান্ধার পলাশবাড়ীতে ৬১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুর মহানগরের তাজহাট মাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে খন্দকার মাসুদ (৩৯) এবং রংপুর মহানগরের মধ্য আশরতপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম (৪০) ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গেল ১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী এসকে স্পেশাল নাইট কোচে তল্লাশি চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ