নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ মারুফসহ ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব -১০।
আজ বৃহস্পতিবার ০২ মে সকাল ০৪:৩০ ঘটিকা হতে ০৭:১০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ১। মোঃ মারুফ (৩৮), পিতা-মৃত বরকত উল্লাহ্, সাং-দক্ষিণ যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকাসহ মোট ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-শিমুলিয়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ৩। মোঃ জাকির হোসেন (২৩), পিতা-মৃত আজাহার প্রামানিক, সাং-দৌলতদিয়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী, ৪। মোঃ রায়হান (২২), পিতা-মোঃ শাহজাহান, সাং-দক্ষিণ যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৫। মোঃ চয়ন (১৮), পিতা-মোঃ নয়ন মিয়া, সাং-কাজলা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৬। মোঃ আপন (১৮), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-নড়পাটি, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ৭। মোঃ রুহুল আমিন (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-বুড়োচর, থানা-উত্তর মতলব, জেলা-চাঁদপুর, ৮। মোঃ আল আমিন (২৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-নামাগোতাশিয়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, ৯। মোঃ তানজির (২৪), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-সয়দাবাদ, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ১০। মোঃ এহসান আহম্মেদ সজীব (২৬), পিতা-মোঃ মোস্তফা ব্যাপারী, সাং-চন্দনকোঠা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও ১১। মোঃ আরিফুল হাসান শাওন (১৮), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১২,৩২০/- (বারো হাজার তিনশত বিশ) টাকা এবং ১১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর
সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল।
মন্তব্য করুন