নোয়াখালী জেলা প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমি আজকেই প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আমাদের প্রধান শিক্ষক গতকাল অবসরে গেছেন। মূলত আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।
চাটখিল উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারী দৈনিক শীর্ষ অপরাধকে বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়টি জিয়া সমাজ কল্যান পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন ও ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বিষয়টি জানতে পেরে প্রতিক্রিয়া জানিয়েছেন যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ