সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা)
গাইবান্ধায় শহরস্থ শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় বিষয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে শহর বিএনপি-র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় গাইবান্ধা নাট্য সংস্থা মিলনায়তনে শহর বিএনপি-র আয়োজনে মতবিনিময় সভায় শহর বিএনপি’র আহবায়ক শহীদুজ্জামান শহীদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক বিপুল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুন্নবী টিটুল,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি রনজিৎ বকসী সূর্য, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু,আনিছুর রহমান নাদিম,ড্যাবের জেলা আহবায়ক ডাঃ আ.খ.ম আসাদুজ্জামান সাজু,শহর বিএনপি’র সদস্য সচিব লোটাস খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলম ডাবলু, শফিকুল ইসলাম রুবেল, ব্রীজ রোড শীব মন্দিরের সভাপতি সংবাদিক দীপক কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা এবং শহরস্থ বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ শহরস্থ বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার সকল ধর্মের মামুষ নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, �
মন্তব্য করুন