নিজস্ব প্রতিবেদক :
জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের স্পষ্টভাবে জানিয়েছেন— নির্বাচনের বিকল্প নিয়ে কোনো চিন্তা করার সুযোগ নেই। জাতির উদ্দেশ্যে ঘোষিত সময় অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেছেন—“নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করা হলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।”
মূলত এ বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আবারও পরিষ্কার বার্তা দিলেন প্রধান উপদেষ্টা যে, সময়মতোই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো অনিশ্চয়তার অবকাশ নেই।
মন্তব্য করুন