সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজা সহ মাদককারবারী ৩ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩১ আগস্ট) ভোরে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব ১৩ গাইবান্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে, গোবিন্দগঞ্জ
থেকে ৩০ কেজি শুকনো গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার এবং একটি ট্রাক ও একটি মটোর সাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন নড়াইলের ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ(২৭), যশোরের অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস(২৬) এবং একই এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)
দুপুরে র্যাব ১৩ গাইবান্ধা এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়) সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিঙ্গপ্তিতে এই তথ্য জানা যায়। এতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩ টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ও একটি ট্রাক থামিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।সেই সাথে গাঁজা পাচারকারী গাড়ি দুটি জব্দ করে মাককারবারী ৩ যুবককে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গ্রেফতারকৃত মাদক কারবারীরাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।পরে গ্রেফতারকৃত ৩ জন কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন