জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায় ৩১ মে শুক্রবার মেলান্দহ উপজেলার দুর্ভোগ ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ ইউপি সদস্যের বেলাল শেখকে আটক করে মেলান্দহ থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হস্তান্তর করেন। মেলান্দহ থানার পুলিশ আদালতে হাজির করলে আদালতের বৃক্ষ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায় মাদক কার বাড়ি বেলাল শেখ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
ডিবি সূত্রে আরো জানায়, পুলিশ সুপার (এসপি) মো: কামরুজ্জামানের নির্দেশনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স ইউপি সদস্য বেলাল শেখকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।এসময় তার ঘরে রাখা ৪০ গাজাঁ উদ্ধার করা হয়।পরে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান থাকবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ