সোহরাব হোসেন মুন্না
নরসিংদী সদর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে(৪৫) হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী রাসেল মাহমুদকে(৪৭) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ,রাসেল মাহমুদ সদর উপজেলার পৌলানপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে,১ জুন শনিবার সকালে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
রাসেল মাহমুদ ২৮মে হত্যাকান্ডের পর ২৯মে ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের রাজধানী দোহা হয়ে দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছেন জেলা পুলিশের কাছে এমন একটি তথ্য আসে এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও মাধবদী থানা পুলিশের একটি যৌথ টীম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দর পৌঁছানোর আগেই আসামী রাসেল মাহমুদকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে চলে যায়,এরপর পুলিশের যৌথটীম ঢাকার ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে ঢাকার ইমিগ্রেশন পুলিশ কাতার ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ স্থাপন করেন কাতার ইমিগ্রেশন পুলিশ দোহা বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রায় ১২ ঘন্টা পর ফিরতি ফ্লাইটে ঢাকার ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়,ঢাকার ইমিগ্রেশন পুলিশ রাসেল মাহমুদকে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করলে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ যে গত ২৮ মে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় কর্মিদেরকে নিয়ে দলীয় কার্যালয় থেকে বাসা ফেরার পথে মাহবুবুল হাসনকে প্রথমে গুলি করেন পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন এই ঘটনার পর নিহতের ভাই হাফিজুল্লাহ বাদী হয়ে মাধবদী থানায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ