একরামুল হক : মহান মে দিবস উপলক্ষে “সংযোগ-নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর” (সংক্ষেপে “সংযোগ-নোফেল”) এর উদ্যোগে এক আলোচনা সভা—”সংযোগ-সংলাপ”—আয়োজিত হয় রাজধানীর মতিঝিলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সংযোগ-নোফেল এর অ্যাডমিন নাসির উদ্দিন মাসুক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখ নিজাম উদ্দিন মাসুদ ও মনজুরুল আলম টিপু।
সংলাপে আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য এবং “সংযোগ-নোফেল” এর লক্ষ্য ও কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির রুমি, মোঃ নুরুল করিম মুকুল, মোঃ নুরুল আলম (দুইজন), একরামুল হক, মসিহ উদ্দিন রইচ মুক্তা, এস এম জাবেদ হায়দার মজুমদার জীবন, মোঃ মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন সুমন, মোঃ তমিজ উদ্দিন, কাজী মাইন উদ্দিন বাবুসহ সংগঠনের অসংখ্য সদস্য।
বক্তারা বলেন, “নোফেল” এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো—সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সদস্যদের জন্য মানবিক, স্বাস্থ্য ও সামাজিক সেবা নিশ্চিত করা। ইতোমধ্যে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন সেবামূলক খাতে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষভাবে, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় যাকাত ফান্ডের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের উদ্যোগ এবং বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বনামধন্য হাসপাতালসমূহের সাথে চুক্তির বিষয়টি তুলে ধরা হয়।
আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, “শ্রমিকেরা কেবল উৎপাদনের অংশীদার নন, বরং তাঁরা সমাজের ভিত্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে “সংযোগ-নোফেল” এর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন