মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যােগে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।
আজ বুধবার (১ মে) সকাল ৯টার দিকে পাবনা শহরের এ আর কর্ণার সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জজকোর্ট মোড়, পৌরসভা হয়ে দিলালপুর, চারতলা মোড় হয়ে বড় বাজারের দই বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পাবনা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. মো. মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
এছাড়াও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিরাজুল ইসলাম, পাবনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা এবং পৌর শাখার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ